ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

লালমনিরহাটে পৌরশহরে হঠাৎ শিয়াল আতংক, কামড়ে আহত ১০ জন

লালমনিরহাট পৌরশহর বাসী কিছু শিয়ালের আতংকে পড়েছেন। দুই দিনের ব্যবধানে একজনের কান ও একজনের অন্ডোকোষ ছিড়ে নেয়াসহ ৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্থানীয়রা জানান, গত ২ দিন ধরে একটি শিয়াল লালমনিরহাট শহরের ব্যস্থতম এলাকা মিশন মোড়, বটতলা মোড় ও পুলিশ লাইন এলাকায় ঘুরাফেরা করছে। পথচারী দেখলেই হঠাৎ আক্রমন করে কামড়ে ছিড়ে নিচ্ছে শরীরের অংশ। তাকে তাড়া করলে উল্টো আক্রমন করছে শিয়াল। জনসমাগম বেশি হলে দৌড়ে ঝোপ ঝাড়ে আত্নগোপন করছে শিয়াল।

গত দুই দিনে শহরের ৯ জনকে কামড়ে আহত করেছে শিয়ালটি। যার মধ্যে একজনের অন্ডোকোষ ও একজনের কান ছিড়ে নিয়েছে। একজন শিশুকেও আক্রমন করেছে শিয়াল। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে অন্ডোকোষে আঘাত প্রাপ্ত শ্রমিক নেতা জেমস্ পিটার শচিন ও কানে ক্ষত নিয়ে আহত মোখলেসকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কারনে শহর জুড়ে জনগনের মাঝে শিয়াল আতংক ছড়িয়ে পড়েছে। শিয়ালটিকে মারতে লাঠি হাতে প্রস্তুত থাকছেন কিছু মানুষ। তবে তাকে কেউে আহত করতে পারেনি। চতুর শিয়াল পথচারীদের আক্রমন করেই লুকিয়ে পড়ে পাশের কোন ঝোপ ঝাড়ে। শহরের কুকুরগুলোও তাকে দেখে তাড়ানোর চেষ্টা করলে উল্টো কুকুরগুলোকেও আক্রমন করছে। ফলে জনমনে আতংক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স সাইদুল ইসলাম জানান, তার দোকানের সামনেই একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিচ্ছে। এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দিচ্ছে। পরে তিনি ও তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারিনি। পরে চতুর শিয়ালটি লোকজন দেখে লোকালযের কোন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি বাহির হয়ে আবার লোকজনকে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সাথে লুকোচুরি খেলা খলতে থাকে। শিয়ালটি আবার কখন লোকজনকে আক্রমন করে সেই শঙ্কায় জেলা শহরের মিশনমোড়, সার্কিট হাউজ ও পুলিশ লাইন এলাকার লোকজন আতঙ্কে আছে।

শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস্ পিটার শচিন ফোনে জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমন করে। এ সময় শিয়ালটির কামড়ে তার অন্ডকোষের কিছু অংশ ছিড়ে যায়।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও রয়েছে। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আরও ৬/৭ জন পথচারীকে শিয়াল কামড় দিয়েছে বলে শুনেছি। কিন্তু তারা হাসপতালে চিকিৎসা নিতে আসে নাই।

লালমনিরহাট বন বিভাগের ফরেস্টার মোঃ মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবের কারনে হয়তো শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোক মারফত জানতে পেয়েছি এখন পর্যন্ত ৯/১০ জন পথচারী শিয়াল কামড়ে আহত হয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print