ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ

লালমনিরহাট পাটগ্রাম হোসনাবাদ সীমান্ত দিয়ে আরও ৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

লালমনিরহাট জেলা পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও ০৭জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ভোরে ৫ টা উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের হেফাজতে নিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফেরত পাঠানো ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের সবার বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর গ্রামে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে বিএসএফ সাতজনকে ঠেলে পাঠায়। তারা ভারতের কোচবিহার রাজ্যে ছিল। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে দুজন, পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির নবীনগর ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদের খারিজা জোংড়ার একটি বিদ্যালয়ের বারান্দায় রাখেন। দুপুরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো সাতজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে সত্যতা নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print