শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওষুধবাহী ট্রাকের চাপায় আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তির পা থেঁতলে গিয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের কলোনি বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল হক।
জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মৃত আবু তালেব খন্দকারের ছেলে আব্দুস সালাম ওরফে লেবু। তিনি স্থানীয় একটি গ্যারেজ দেখাশোনার কাজ করতেন বলে জানা গিয়েছে।
এদিন বিকেলে তিনি কলোনি বাজারে আসেন। পরে রাস্তা পাড় হওয়ার সময় শজিমেক হাসপাতালের ওষুধবাহী ট্রাকের নিচে চাঁপা পড়েন। এতে তার ডান পা থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেজ হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি সম্পর্কে বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বলেন, কলোনি বাজারে আব্দুস সালাম নামের এক ব্যক্তি ট্রাক চাপায় আহত হয়েছেন। এ ঘটনায় শজিমেক হাসপাতালের একটি ট্রাকট জব্দ করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আহত ওই ব্যক্তির যাবতীয় চিকিৎসার দায়িত্বভার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
