ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

শহীদের হত্যার বিচার ও সংস্কারের কথা শুনছিনা তারা শুধু নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে : চরমোনাই পীর

Oplus_16908288
Oplus_16908288

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা নাকি নির্বাচিনের জন্য তাড়াহুড়ো করছেন। এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানেন। তাদের কার্যক্রম আমাদের সবার কাছে পরিষ্কার। শেখ হাসিনা কিন্তু বুঝতে পারেননি ৩ ঘণ্টা আগেও খাবার পাক করে খেয়ে যেতে পারবেন না, তাকে হেলিকপ্টারে পলাতে হবে। এটা তিনি বোঝেননি; কিন্তু বাস্তবে পালাতে হয়েছে। 

বিভিন্ন কায়দায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা চলছে জানিয়ে রেজাউল করিম আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, সেই সুরে আপনারা কেন কথা বলছেন। বাংলাদেশের মানুষ জানতে চায়।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা শহরের অপরাজয় ৭১ চত্বরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলছেন এটা দরকার। গুম-খুনের বিচার দরকার। তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি, কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে, তারপরেও তাড়াহুড়া করার মাধ্যমে সরকারকে কাজ করতে না দেওয়া, এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না। এটা আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। তারপরে আমরা পরিষ্কারভাবে বলেছি, আপনারা যে সংস্কার, বিচার, নির্বাচন, এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব। যদি আপনারা কোন জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন, সেখানে আমরা সকলে একত্রিত হয়ে তখন সরকারের টুটি চেপে ধরবো।

চরমোনাই পীর আরো বলেন, আজকে আমাদের দুঃখের মধ্যেও বলতে হয়, যখন ইউনুস সাহেব আমাদের আফসোস করে বলছেন। হুজুর কাজ করতে কোন সুযোগ পাচ্ছিনা। সবদিক থেকে অসহযোগিতা। তিনি শব্দটা ব্যবহার করেছেন দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। এখন আমাদের দেশ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আপনি জন্মগ্রহণ করেছেন এই দেশ আমার। মন চাইলেই মগের মুল্লুক, যা মনে করেন তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। সেই হিসেবে আমি পরিষ্কার করে বলছি, আমরা সবাই এক-একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে, আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এক হয়ে থাকবো।

রেজাউল করিম বলেন, আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি। নতুনভাবে এরা আমাদের দেশ সুন্দর পরিচালনার মাধ্যমে কি মধু দেবে এটা আমাদের জানা আছে। তার কারণ পরিবর্তন করতে হবে। তাই সবাইকে তিনি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার ছায়াতলে আসার। এবং তাদের একবার সুযোগ দেওয়ার।

জনসভায় সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন: কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহম্মাদ আশরাফুল আলম, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিছুর রহমান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print