অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫৩ এএম

শাজাহানপুরে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ৩০ দিনের কারাদণ্ড

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে ৬৭ বস্তা সার মজুত ও বেশি দামে বিক্রির দায়ে মোঃ জাকারিয়া হোসেন নামের এক ব্যবসায়ীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার জামাদারপুকুর বাজারে মেসার্স নাইম ট্রেডার্স-এ অভিযান পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত ৬৭ বস্তা সার জব্দ করা হয়। আদালত একই সঙ্গে সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন।

এ অভিযানেও উপস্থিত ছিলেন প্রশিকিউশন অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ সহ জেলা পুলিশের সদস্যরা।

জানা গেছে, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার নির্দেশনায় জেলা জুড়ে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুত রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, “কৃষক স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print