ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

শাজাহানপুরে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

শাজাহানপুরে ইউপি সদস্যকে ছুরিকাঘাত
শাজাহানপুরে ইউপি সদস্যকে ছুরিকাঘাত। ছবি: এনসিএন
বগুড়ার শাজাহানপুরে অনৈতিক কার্যকলাপে বাধা দেয়ায় তাজুল ইসলাম (৩৫) নামের এক ইউপি সদস্যকে মাথায় ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এসময় আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতিককেও লাঞ্ছিত করা হয়।
শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বি-ব্লক কাঁচা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
তাজুল ইসলাম আড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসাধীন রয়েছেন।
আহত তাজুল ইসলাম জানান, বি-ব্লক এলাকায় সাইফুল ইসলাম নামে একজন বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপ করে আসছেন। স্থানীয়দের অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যান আতিকুলকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান তারা। সেখানে অনৈতিক কার্যকলাপের প্রমাণও তাদের চোখে ধরা পড়ে। পরবর্তীতে তারা বি-ব্লক কাঁচাবাজারের সামনে গেলে তাকে ছুরিকাঘাত ও চেয়ারম্যানকে লাঞ্ছিত করা হয়।
আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, সাইফুল ইসলাম নামে একজনের বাড়িতে অসামাজিক কার্যকলাপ হয়। তাদেরকে এসব করতে নিষেধ করা হয়। পরবর্তীতে তারা বি-ব্লক কাঁচাবাজারের সামনে গেলে সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন  বলেন, এ ঘটনায় এখনও  কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print