বগুড়ার শাজাহানপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট-এর সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি -এর যৌথ উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের ইন্টারনেট নিরাপত্তা ও নিরাপদ ব্যবহারে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের ৩’শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সচেতনতা ক্যাম্পেইন করা হয়।
এ সময় ইন্টারনেট ব্যবহার ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে করেন সাংবাদিক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমন।উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতি মামুন,সহকারী প্রধান শিক্ষক রেজাউল হক,সহকারী শিক্ষক জহুরুল ইসলাম,শাহীন আলম প্রমুখ।
উল্লেখ্য,স্কুলের ক্যাম্পেইন শেষ করার পর অনলাইনে ক্যুইজের মূল্যায়নের ভিত্তিতে সেরা শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
এনসিএন/বিআর
