বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট উম্মুল কূরা একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল প্রকাশ এবং অভিভাবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) আমরুল ফুটকোট মাদ্রাসা প্রাঙ্গণে ফলাফল প্রকাশ এবং অভিভাবক করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুল রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন মাদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী হাফেজ আকতাব উদ্দিন আব্দুল্লাহ, প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, সহকারী মাওলানা আব্দুস সালাম, বিএনপি নেতা আল আমিন বাবু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়।
