ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ

শাজাহানপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Oplus_16777216
Oplus_16777216

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম ও সাদেকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সফল যুব প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও খামারিরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত ৯ জন যুবক ও যুব মহিলার মাঝে সনদপত্র ও ১৪ লাখ ৫০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং শপথ বাক্য পাঠ করানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print