ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

‘জনসেবার জন্য প্রশাসন আপনার পাশে সর্বক্ষণ’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মনির হোনেন, সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, প্রশাসন এখন উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী।মানুষ সিভিল সার্ভেন্টদের কাছে সুশাসন ও সেবা আশা করে। আমরা সিভিল সার্ভেন্টরা, সকলে নিজ নিজ অবস্থানে সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি।সুশাসন নিশ্চিত করতে হলে নাগরিক সেবা সহজ, সুলভ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print