জুলাই ২১, ২০২৫ ১০:৪৭ পিএম

শাজাহানপুরে ‘জুলাই-আগষ্ট স্মৃতি’ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

Oplus_16777216
Oplus_16777216

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘স্মৃতিতে জুলাই-আগষ্ট’ এর অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া বগুড়ার ১৯ জন শহীদ স্মরণে উপজেলার চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্বর, বিহিগ্রাম এডিইউ ফাজিল মাদ্রাসা, জামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা চত্বরে শহীদদের নামে স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ করা হয়।

রোববার (২০ জুলাই) উপজেলার চারটি স্থানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-০৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ও এম. ইমরান হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল বাশার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন আলী।

এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে আর কখনও বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত ও আহত শহীদ পরিবারের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের গণতন্ত্র রক্ষার দৃঢ় অঙ্গীকার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print