বগুড়ার শাজাহানপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এসময় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জিয়াউর রহমান সহ স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও মোঃ তাইফুর রহমান শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও টাইফয়েড সংক্রমণ রোধে এই টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।