অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫৩ এএম

শাজাহানপুরে ডোবা বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে সাজাপুর সর্দারপাড়া এলাকায় এক ডোবা থেকে লুতফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, লুতফর রহমান গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও না পেয়ে আজ স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print