বগুড়ার শাজাহানপুরে বেজোড়া ষষ্ঠিতলা করতোয়া গঙ্গাতট সার্বজনীন নববৃন্দাবন শ্মশান কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার দশহরা শ্রী শ্রী গঙ্গা ¯œান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শ্মশান কমিটির সভাপতি চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে এবং সুচন্দন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌর সভার কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা আলম হোসেন, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মেজবাহুল আলম, শ্মশান কমিটির সেক্রেটারী সূর্যকান্ত সরকার প্রমুখ।