ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

শাজাহানপুরে নসিমন উল্টে নন্দীগ্রামের নুরনবী নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কে চলন্ত নসিমন উল্টে নুরনবী রহমান (৪৪) নামের একজন নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি এলাকার আব্দুর রহিমের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় নসিমন। গুরুতর অবস্থায় চালক নুরনবীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ তথ্য নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত।

দুর্ঘটনার আগে নন্দীগ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্য নুরনবী নিজের নসিমন নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জামাদারপুকুর ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গুরুতর আহত হন চালক নূরনবী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print