ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

শাজাহানপুরে পকেট কমিটির অভিযোগে বিএনপির আহ্বায়ক কমিটির পরিবর্তন চায় নেতাকর্মীরা

শাজাহানপুরে পকেট কমিটির অভিযোগে বিএনপির আহ্বায়ক কমিটির পরিবর্তন চায় নেতাকর্মীরা।
শাজাহানপুরে পকেট কমিটির অভিযোগে বিএনপির আহ্বায়ক কমিটির পরিবর্তন চায় নেতাকর্মীরা। ছবিঃ এনসিএন
বগুড়ার শাজাহানপুরে পকেট কমিটির প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক ভাবে নিজ দলের নেতাকর্মীকে পুলিশে ধরিয়ে দেয়ার প্রতিবাদে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি করার দাবী জানিয়ে মানববন্ধন করেছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় উপজেলা বিএনপির তৃণমূল ত্যাগী নেতাকর্মীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির ১নং সদস্য আলী হায়দার তোতার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জাহেরুল, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল, সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল হক উজ্জল, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন সন্টু, ইব্রাহীম হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসিন আলী, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এসময় মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, খরণা ইউনিয়ন বিএনপির সাবেক সিনি যুগ্ম আহবায়ক স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক বজলুর রহমান নীলু ও সদস্য এনামুল হক শাহিন নিজেদের স্বার্থের জন্য শাজাহানপুর উপজেলা বিএনপিকে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহিন যুবদল থেকে এক লাফে বিএনপিতে এসে সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন। অথচ যুবদলের সভাপতি থাকাকালিন সময়ে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বিএনপিতে এসেই এনামুল হক শাহিন অর্থের বিনিময়ে জেলা নেতৃবৃন্দকে ম্যানেজ করে এবং উপজেলা বিএনপির আহবায়ককে হাতের পুতুল বানিয়ে যা খুশি তাই করছেন। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা মামলা হামলার শিকার হয়েছেন, দিনের পর দিন জেল খেটেছেন সেই সমস্ত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের পক্ষের লোকজনকে নিয়ে পকেট কমিটি করছেন। এতে যারা প্রতিবাদ করছেন তাদেরকে দলীয় ভাবে এবং পুলিশকে দিয়ে হয়রানি করছেন। মাঝিড়া ইউনিয়নে পকেট কমিটির প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী সোনারকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছেন।
এমতাবস্থায় নুরুন্নবী সোনারকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক বজলুর রহমান নীলু ও সদস্য এনামুল হক শাহিনকে দল থেকে বহিষ্কার করে নতুন করে আহবায়ক কমিটির করার দাবী জানানো হয়।
এনসিএন/বিআর
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print