ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে প্রধান শিক্ষক মোনায়েমের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম এর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুর ১টায় আড়িয়া বাজারে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে দুবলাগাড়ী কলেজের প্রভাষক আব্দুর রহিম,নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,সহকারী শিক্ষক মারুফ হোসেন, ইব্রাহীম, ফাতেমা খাতুন, জুলফিকার রায়হান,লিলি খাতুন,ডেমাজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার,সুলতানগঞ্জ উচ্চ বিদ্যারয়ের সহকারী শিক্ষক আজিজুল হক,স্থানীয় অভিভাবক আব্দুল মান্নান,শাহীন আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া আড়িয়া বাজারে বাসিন্দা প্রভাষক আব্দুর রহিম বলেন, “একজন নিরপরাধ, নিষ্ঠাবান  প্রধান শিক্ষককে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। যার পুরো জীবন শিক্ষা ও উন্নয়নের জন্য নিবেদিত,সেই মানুষটির বিরুদ্ধে এমন মিথ্যা মামলা শুধু দুঃখজনকই নয়, ন্যায়ের বিরুদ্ধে সরাসরি আঘাত।”

বক্তারা বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে এক সহকারী শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করা হচ্ছে। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এসময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান শিক্ষক মোনায়েম এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে স্লোগান দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print