বগুড়ার শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে বাবলা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলা রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাবলা মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, “ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বাবলা নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের পরিবারের পাশে আছি।”
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
