অক্টোবর ৫, ২০২৫ ৩:২৫ এএম

শাজাহানপুরে বারআঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে বারআঞ্জুল পাচুনিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান আতিক।

উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউপি সদস্য আব্দুল বাসেদ রঞ্জু, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম উদ্দিন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য ঝরনা বেগম, বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের সভাপতি কাইয়ুম আহম্মেদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি সজীব, কোষাধ্যক্ষ আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিফাইনালে চাঁদবাড়িয়া মানবকল্যাণ সংগঠন ১–০ গোলে ফুলকোট একতা ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে।

খেলা উপভোগ করতে মাঠে হাজারো ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print