আগস্ট ৫, ২০২৫ ৯:৪৬ পিএম

শাজাহানপুরে বিএনপির গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে জনস্রোত

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাঝিড়াস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মাঝিড়া স্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সিনিয়র যুগ্ম -সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদল আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মহিলা দল সভানেত্রী কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি খাতুন, শ্রমিক দল সভাপতি আব্দুস সোবাহান পুটু, সাধারণ সম্পাদক মজিদ ভেটু, কৃষক দল সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মৎস্যজীবি দল সভাপতি ইবনে সাউদ, সাধারণ সম্পাদক সানোয়ার, তাঁতী দল সভাপতি রেজাউল করিম লিটন, জাসাস সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক বিপুল রানা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সভাপতি মাসুদ রানাসহ ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদকদ্বয় সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ও সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

বিজয় মিছিলে উপজেলা বিএনপির অধীনস্থ নয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, জাসাস এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বিশাল মিছিল অংশ নেয়।

প্রধান অতিথি আব্দুল বাছেদ বলেন, “আজকের ৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফা আন্দোলনে জনগণ সাড়া দিয়ে শেখ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছিল। বর্তমানেও ষড়যন্ত্র চলছে, তবে জনগণ এবারও তার জবাব দেবে।” তিনি বর্তমান সরকারের উদ্দেশে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, “সারাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দেখতে চায়।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print