বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মাঝিড়া বন্দর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে মাঝিড়া বন্দরে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা,উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু,মোশাররফ হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, শহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জাসাসের সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, তাঁতীদলের সভাপতি রেজাউল করিম লিটন, শ্রমিক দলের নেতা বাবলু মন্ডলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।