বগুড়ার শাজাহানপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২,২০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ডোমনপুকুর বাজারের আলী হাসান ভ্যারাইটি স্টোরকে ৩০০ টাকা, খরনা বাজারের রাশেদ হাসান স্টোরকে ৪০০ টাকা এবং মামুনুর রশীদ ভ্যারাইটি স্টোরকে ১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হয়ে পণ্য ক্রয়ের আহ্বান জানান সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের, শাজাহানপুর থানার এএসআই আনসার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।