ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে ভোটার তালিকা হালনাগাদ করণে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোটার হালনাগাদ করণে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি: এনসিএন
ভোটার হালনাগাদ করণে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি: এনসিএন

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বগুড়ার শাজাহানপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ পরিচালিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুনঃ শাজাহানপুরে খাদ্য বান্ধব কমিটির সভা

উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, নীরেন্দ্র মোহন সাহা, ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিন, আলী আতোয়ার তালুকদার ফজু, মাহফুজার রহমান বাবলু, আতিকুর রহমান, সাইফুল ইসলাম বিমান, আব্দুল্লাহ্ আল ফারুক, আতিকুর রহমান, নুরুজ্জামান, আশেকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, জাতীয় ইমাম সমিতির সেক্রেটারী আব্দুল মান্নানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদারকি উপ-কমিটি গঠন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print