বগুড়ার শাজাহানপুরে মারামারি ও হত্যাচেষ্টার মামলায় যুবলীগ ও কৃষক লীগের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯টা দিকে উপজেলার জামাদারপুকুর ও খাদাসবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ০৬ নং গোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৪৫), সে পান্ডারপাড়া গ্রামের মৃত বাহার প্রামানিকের ছেলে এবং গোহাইল ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কৃষক লীগ সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিলন (৪৩),সে পোয়ালগাছা গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, উক্ত দুইজন শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৭ তদন্তে অভিযুক্ত ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”