বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আরিফিন ওরফে আরেফ (৩৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আরেফিন দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীন ও আলোচিত সন্ত্রাসী নুরুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আরেফিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরেফিনের বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে—গণধর্ষণ, অস্ত্র আইন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সিঁধেল চুরি, সরকারি কাজে বাধা এবং মারামারির মতো গুরুতর অভিযোগ।
