বগুড়ার শাজাহানপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকল্প প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান জোরদার করা হয়ছে।
এরই অংশ হিসেবে বুধবার বিকেলে মাঝিড়ায় আকবরিয়া হাইওয়ে হোটেলে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন, মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রট আসিফ আহমেদ নর্থ ক্যাপিটাল নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আসিফ আহমেদ। এ সময় বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকশলী জুনায়দ আহমদ,থানা এস আই শামিম হাসান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মাঝিড়া আকবরিয়া গ্র্যান্ড হাটল ইফতার ময়াদবিহীন মাঠা/ঘোল, বিস্কুট বিক্রিয়,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তরি এবং পচা-বাসি কেক, দুধ বিক্রির জন্য এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানিয়েছেন, আকবরিয়া হাইওয়ে হোটেল অভিযান ইফতার মেয়াদ বিহীন মাঠা(ঘাল),দুধ, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ছাতাপড়া কক এবং ফ্রিজ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবশ খাদ্যপণ্য সংরক্ষণ করে।এ কারণে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮(২৪ এর ১ ও ২) লংঘনর দায়ে ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র রমজানে উপজেলা ব্যাপী এই অভিযান চলমান থাকবে।
