অক্টোবর ১৭, ২০২৫ ১:১৪ এএম

শিবগঞ্জের দুর্গা মন্দির নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

শিবগঞ্জে মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথিবৃন্দ। ছবিঃ এনসিএন
শিবগঞ্জে মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথিবৃন্দ। ছবিঃ এনসিএন

বগুড়া, ১৩ মে ২০২২ : বগুড়ার শিবগঞ্জে শ্রী শ্রী দুর্গা মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল অনুষ্ঠানের উদ্বোধক পৌরসভার মেয়র ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক ৪টায় শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিবমন্দিরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দির কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্ত।

এসময় প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের সময়ে সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষ, যে যার ধর্মের রীতিনীতি, আচার অনুষ্ঠান, ঈদ, পূজাপার্বন পালন করে যাচ্ছেন। বিশ্বের প্রাচীনতম ধর্মের মধ্যে সনাতন ধর্ম উল্লেখযোগ্য। শিবগঞ্জে কেন্দ্রীয়ভাবে একটি ধর্মচর্চা কেন্দ্রে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিবগঞ্জের মানুষের মধ্যে ধর্ম নিয়ে কোন মতবিরোধ নেই। সকল ধর্মের মানুষ এক সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছে। আপনাদের সোহার্দ্যপুণ্য আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি। শিবগঞ্জে যে আধুনিক দুর্গামন্দিরের নির্মাণকাজ শুরু হচ্ছে, সেটা অনেক আনন্দের বিষয়। এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক আন্তরিক। তাদের সহযোগিতায় সকলের ধর্মের মানুষ এক সঙ্গে মিলে মিশে যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করে যাচ্ছেন। এটা বাংলাদেশের মধ্যে বিরল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস, বগুড়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এন, সি, বাড়ই, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, পৌর কাউন্সিলর খ.ম শামীম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু, শিবগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের, সাধারণ সম্পাদক, দুলাল চন্দ্র অধিকারী, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শ্যামল কুমার ঘোষ. বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় স্থানীয় ব্যাক্তিদের চাঁদায় ৩৮ লক্ষাধিক টাকা ব্যয়ে আগামী এক বছরের মধ্যে মন্দিরের নির্মান কাজ সম্পন্ন করা হবে। পরে শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print