মে ২৫, ২০২৫ ৪:৩০ পিএম

শিবগঞ্জে সোনালী ব্যাংকের সঙ্গে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তি সম্পাদন

বগুড়ার শিবগঞ্জ সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে চৌধুরী মহিলা কলেজ সভাকক্ষে সোনালী ব্যাংকের সঙ্গে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বারক সম্পাদন করা হয়েছে। 

অনুষ্ঠানে শিবগঞ্জ সরকারি এম. এইচ কলেজ,চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবং শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি ফি,বেতন ও পরীক্ষা ফি সহ বিবিধ ফি-চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।

এ অনুষ্ঠানে মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইখতেখার ওয়ালি রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজারস্ অফিস, বগুড়ার জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিস বগুড়া নর্থ ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আসাদ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম রতন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল।

ব্যাংকের এজিএম আলেয়া ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়া নর্থ এর এজিএম জেসমিন সুলতানা, শিবগঞ্জ শাখার এজিএম “শাখা প্রধান” সমর কুমার মোহন্ত,সহ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print