ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

শীতে কম্বল উপহার দিলেন শিক্ষক, পেয়ে খুশি শিক্ষার্থীরা

লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিন গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল উপহার দিয়েছেন সহকারী শিক্ষক রাফিকা আক্তার রিপা।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিন গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আশরাফুজ্জান উপস্থিতে এ উপহার বিতরণ করেন তিনি। এছাড়াও সহকারী শিক্ষক সুভ্রত রানী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দক্ষিন গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাফিকা আক্তার রিপা বলেন, নিজস্ব অর্থায়নে ৭০ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল উপহার বিতরণ করেছি। এভাবে সমাজে অনেক মানুষ এগিয়ে এলে অন্তত শীত থেকে অনেক মানুষ রক্ষা পাবে বলে আমি মনে করি।

কম্বল উপহারের সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুভ্রত রানীসহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print