বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেছেন, লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবেনা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই একজন শিক্ষার্থীকে নৈতিকতাও শিখতে হবে। আর মানবিকগুণ সম্পন্ন সুনাগরিক তৈরিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। তবেই উন্নত, সমৃদ্ধ ও সুশীল জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে স্থান করে নিতে সক্ষম হবে।
সোমবার বগুড়া শহরের লতিফপুরস্থ ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আতিকুল ইসলাম বিপ্লব।
শিক্ষক সুলতান আহমেদ ও সেলিম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান সবুজ, অভিভাবক খায়রুল ইসলাম প্রমুখ।
