মে ২০, ২০২৪ ৫:১৫ এএম

শুল্ক ও ভ্যাটের নতুন হার কার্যকর

জাতীয় বাজেট ২০২৩-২৪। প্রতীকী ছবি
জাতীয় বাজেট ২০২৩-২৪। প্রতীকী ছবি

শুল্ক ও মূল্য সংযোজন করসংক্রান্ত (মূসক) সব পরিবর্তনই বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। আজ বৃহষ্পতিবার বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো কার্যকর হয়ে গেছে। এর ফলে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূসকের নতুন হার এখন থেকে প্রযোজ্য হবে।

প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্ট, ১৯৩১ সালের ৩ নম্বর ধারা অনুযায়ী, বাজেটের প্রস্তাবগুলো কার্যকর করা হয়েছে। তবে বাজেটের আয়করসংক্রান্ত প্রস্তাব এবং কিছু ভ্যাটের পরিবর্তন জুলাই মাস থেকে কার্যকর করা হবে। কেননা আয়কর বর্ষ শুরু হয় জুলাই মাসে, আর শেষ হয় পরের বছরের জুন মাসে।

আরো পড়ুনঃ এ বাজেট বাস্তবসম্মত মনে করছি নাঃ জি এম কাদের

শুল্কসংক্রান্ত পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর না করা হলে কোনো পণ্যের আমদানি শুল্ক কিংবা সম্পূরক শুল্ক বাড়ানো কিংবা কমানো হলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে পারে। মূসকের পরিবর্তনগুলোও একই কারণে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

প্রতিবারই অর্থ বিলে প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্টের কথা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রস্তাবসমূহ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। অর্থ বিলের শেষাংশে এ কার্যকর করার ঘোষণাটি থাকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print