মে ৫, ২০২৪ ৮:৩৬ এএম

শেরপুরে ব্যবসায়ীকে জিম্মি করে চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

শেরপুর থানা। ছবিঃ সংগৃহীত
শেরপুর থানা। ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ীকে জিম্মি করে চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম।

এ ঘটনায় বুধবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গাড়ীদহ ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহ জাহান আলী (৬০) এর সঙ্গে ২০০৯ সালের পূর্বে ব্যবসায়ী আব্দুল আলিমের মোটরসাইকেলের পাইকেরি গ্রাহক ছিল। সে সুবাদে আব্দুল আলিমকে পরিবার ও মেয়ে-জামাইসহ সকলকে দাওয়াত দেন। গত শুক্রবার ১৯ এপ্রিল বিকেলে পরিবার, মেয়ে-জামাইসহ ৭জন কলতাপাড়া গ্রামে শাহ জাহান আলীর বাড়িতে দাওয়াত খেতে যায়। বাড়িতে যাওয়া মাত্রই শাহ জাহান আলী পূর্ব পরিকল্পিতভাবে হাপুনিয়া এলাকার তার জামাই সাইফুল ইসলাম (৩২) ও আতাউর রহমান মহুরিসহ ১৫/২০জনকে নিয়ে আমাদের ৭জনকে একটি রুমের মধ্যে জিম্মি করে সকলের নিকট হতে মোবাইল নিয়ে নেয়। পরে তাদের বিভিন্নভাবে ভয় ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে ১৩টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে আব্দুল আলিমের স্ত্রী বিলকিচ বেগম ও জামাতা রাকিবকে জিম্মি করে তাদের একটি গাড়িতে ওই ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গিয়ে ইসলামি ব্যাংক বাংলাদেশ শেরপুর হাইওয়ে শাখার একাউন্ড নম্বর ১৪৩৬ এর একটি সাদা চেক নিয়ে আসে। সেই সাদা চেকে স্বাক্ষর নিয়ে ওই ব্যবসায়ীসহ তার পরিবারের সবাইকে ছেড়ে দেয়। তারা এখনও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে আব্দুল আলিম জানান, শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরও প্রসাশন কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি দতন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print