ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ

শ্রমিকদের অধিকার ও পরিকল্পনা নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত 

নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তির মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসাদ্দুর রহমান রকেট।

প্রধান অতিথি- শ্রমিকদের অধিকার, উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আল মুক্তাজিদুল গালিব।

এসময় গৃহ নির্মাণ শ্রমিকরা শ্রমিকদের কল্যাণে সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনও হুমকি মধ্যেই রয়েছে। আইনগত কাঠামো থাকলেও, শ্রম আইনের ত্রুটি এবং ইমারত নির্মাণ বিধিমালার বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো থেকে স্পষ্ট হয় যে, কিছু বিষয়ে জরুরী সংস্কারের প্রয়োজন।

নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের বিষয়ে যেমন সরকারকে অগ্রাধিকার দিতে হবে তেমনি এই কর্তৃপক্ষ গঠনের পর জনবল সরবরাহ করতে হবে। আইন মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। তবে আইন ও বাস্তবায়নের মধ্যেকার ব্যবধান দূর করতে স্থায়ী প্রচেষ্টা প্রয়োজন। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকা ও প্রতিশ্রুতি অত্যন্ত জরুরি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print