ডিসেম্বর ১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

সম্পূর্ণ দায় ঠাকুরগাঁওয়ের উৎসুক জনতাকে দিয়ে, ইত্যাদি অনুষ্ঠান স্থগিত 

ঠাকুরগাঁওয়ে আয়োজিত ম্যাগাজিন অনুষ্ঠান ‌‘ইত্যাদি’কে ঘিরে ব্যপক ভাঙচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া জেলার রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানের শুটিং ঘিরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় আরাই হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখো মানুষের সমাগম হয়। এর একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে উৎছুক জনতার ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় ইত্যাদি কর্তৃপক্ষ।

তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

ইতিমধ্যেই ইত্যাদি অনুষ্ঠানের মারামারি ও ভাঙচুরের ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নানান সমালোচনায় সরব নেটিজেনরা। ইত্যাদি’ অনুষ্ঠান দেখতে যাওয়া স্থানীয়রা ও দর্শকেরা জানান, ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়েছি। তারপরও অনুষ্ঠানে ঢুকতে পারলাম না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।

এক দর্শনার্থী বলেন, এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি। এটা তাদের ব্যর্থতা।

তবে এ ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।’

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ফিকাফিকি করেছে। আর অনুষ্ঠান সময়ের আগেই শেষ করে দিয়েছে। কেউ আহত হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে আরও জানতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা, রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিভিস করেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print