মে ১৭, ২০২৪ ১:৫১ পিএম

সরকারী প্রনোদনা পাওয়ায় বগুড়ায় কৃষকদের আউশ চাষে আগ্রহ বেড়েছে

সরকারী প্রনোদনা পাওয়ায় বগুড়ায় কৃষকদের আউশ চাষে আগ্রহ বেড়েছে``
সরকারী প্রনোদনা পাওয়ায় বগুড়ায় কৃষকদের আউশ চাষে আগ্রহ বেড়েছে। ছবি: এনসিএন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে বগুড়ায় এবার আউশের বাম্পার ফলনের আশা করছে। লাভ জনক ফসল ও সরকারী প্রনোদনার কারনে বগুড়ার কৃষকরা আউশ চাষে আগ্রহী উঠেছে। দিন দিন বগুড়ায় আউস চাষ বৃদ্ধি পাচ্ছে।

গত বছর বগুড়ায় আউশের চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৪৫০ হেক্টর। চলতি বছরে জেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ৭৫০ হেক্টর। যা থেকে পাওয়া যাবে ৬০ হাজার মেট্রিক টন (চাল আকারে) আউশ ফসল, এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। জেলায় এখন শতভাগ আউস কাটা সম্পন্ন হয়ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি কর্মকর্তারা জানান, জেলায় প্রতি হেক্টরে ২ দশমিক ৮৪ মেট্রিকটন (চাল আকারে) আউশের ফলন পাচ্ছে।তারা আরো জানান এবার অতিবৃষ্টি না হওয়ায় আউশ চাষ ভাল হয়েছে। ইতমধ্যে জেলায় আউস ধান ১২০০ টাকা মনে দরে বিক্রি হচ্ছে। বগুড়া এবার ব্রি ধান ৪৮ , ব্রি ধান ৮৫, ব্রি ধান ৯৮ , ব্রি ধান ৯৮ জাতের চাষ হচ্ছে।

জেলার নন্দীগ্রাম উপজেলা আউশের চাষ বেশি হয়ে থাকে। কৃষি কর্মকর্তারা জানান। সরকার প্রনোদনা দেয়ায় আউশ চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া কৃষক আউশে ভাাল দামও পাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print