এপ্রিল ১৮, ২০২৪ ১১:৪৩ এএম

সরকারের ভেতরে কাপন ধরেছে: আযম খান

সরকারের ভেতরে কাপন ধরে গেছে। সরকারের আর রক্ষা নাই ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শ‌নিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।

আহমেদ আযম খান ব‌লেন, আমেরিকা বুঝতে পেরেছে এবারও দিনের ভোট রাতে করতে চায়। সরকার বলছে আমেরিকা যাবে না তাহলে কোথায় যাবেন। কিভাবে ২৪-এর নির্বাচনে ভোট চুরি করবে এ নিয়ে মহা ষড়যন্ত্রে লিপ্ত আছে। সরকার নির্বাচনের নতুন কৌশল খুঁজছে। সরকার গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর রোড মার্চের সব সমাবেশে বাধা দিয়েছে। সরকার কাউকে সহ্য করতে পারছে না। এই সরকার স্বপ্নেও দেখছে গদি নাই। দেশের ১৮ কোটি মানুষ বিএনপি’র সাথে একত্বতা ঘোষণা করেছে।

তি‌নি ব‌লেন, আইনমন্ত্রী স্বীকার করে বলেছেন নির্বাচনের আগে আর কারও নামে হয়রানি মূলক মামলা হবে না। অনতিবিলম্বে যেসব মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা আছে তা প্রত্যাহার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আসুন নইলে যতই সংলাপের কথা বলুন কাজ হবে না। গোটা দেশের মানুষকে বিপদে ফেলে সংলাপ করবেন এটা হবেনা। জাতির কাছে ক্ষমা চান।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান সভাপ‌তি‌ত্বে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজীজাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রাশেদা আক্তার হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print