গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (BMRU)।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বগুড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, বগুড়া প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা জানান, গত ৭ আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন “চাঁদাবাজির বিরুদ্ধে” একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে ওইদিনই গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। একই হামলায় আহত হন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার, যিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ইনসান আলী, BMRU সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, যুগ্ম সম্পাদক রাশেদুল কাদির রুম্মান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন, দপ্তর সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খালেদ সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য আল মামুন, আব্দুল মোমিন পিয়াস সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
