বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী। তিনি দেশের অন্যতম সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘Cyber Crime Bangladesh’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শাকিল চৌধুরী। পিতা মো. ফরিদুল আলম। যদিও তার জন্মস্থান বান্দরবান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ বগুড়া জেলায় বসবাস করছেন এবং সেখান থেকেই পরিচালনা করছেন তার সাইবার নিরাপত্তা কার্যক্রম।
শৈশব থেকেই প্রযুক্তি ও ইন্টারনেট জগতের প্রতি গভীর আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং একসময় নিজের প্রতিষ্ঠান ‘Cyber Crime Bangladesh’ প্রতিষ্ঠা করেন। ২০২০ সাল থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিল চৌধুরী। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সংস্থাকে সাইবার সিকিউরিটি সাপোর্ট দিয়ে আসছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, জিমেইল ও বিভিন্ন ওয়েবসাইটে হ্যাকিং, প্রতারণা ও তথ্য ফাঁসের সমস্যা সমাধানে কাজ করছে তার টিম। দেশের পাশাপাশি ভারতসহ একাধিক দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সার্ভিস খাতে সুনাম বৃদ্ধি করতে তার অবদান প্রশংসিত হয়েছে।
শাকিল চৌধুরী ও তার টিম ইতোমধ্যে অসংখ্য মানুষের হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার, ওয়েবসাইট সুরক্ষা, এবং ডিজিটাল সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে অনলাইন প্রতারণা, তথ্য ফাঁস ও হ্যাকিং থেকে রক্ষা করতে তারা নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ ও অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করছেন।
শাকিল চৌধুরী বলেন আমি ও আমার টিম দেশের জন্য কাজ করছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি স্কুল-কলেজে ইন্টারনেট ব্যবহারের ওপর সচেতনতামূলক সেমিনার আয়োজন করতে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা পেলে দেশের সাইবার প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে পারব ইনশাআল্লাহ।
বর্তমান সময়ে ডিজিটাল প্রতারণা ও অনলাইন অপরাধ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেখানে শাকিল চৌধুরীর মতো তরুণ উদ্যোক্তারা দেশের জন্য এক আশার আলো হয়ে উঠেছেন। তাদের প্রচেষ্টা শুধু সাইবার অপরাধ দমন নয়, বরং একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাইবার নিরাপত্তা, শাকিল চৌধুরী, Cyber Crime Bangladesh, অনলাইন নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা