বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের তালেব আলীর ছেলে খোরশেদ আলম (৪৬), তার ছেলে বিপ্লব (২২) ও একই উপজেলার ভস্কুর গ্রামের রশিদের ছেলে রুবেল (২৫)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গ্রেপ্তারকৃত খোরশেদ আলমের বিরুদ্ধে নওগাঁ সদর ও কাহালু থানায় চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপর দুই আসামীও চোর চক্রের সদস্য।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় চুরি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
