বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র স্মার্ট কার্ড ৮ মাস ধরে পাননি প্রায় তিন হাজার পরিবার। টিসিবির জেলা কার্যালয় থেকে স্মার্টকার্ড দিতে বিলম্ব হওয়ায় সাশ্রয়ী মুল্যের তেল, ডাল, চিনি ও চাল পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছেন ভুক্তভোগীরা। ফলে সংসার চালাতে চরম হিমসিম খেতে হচ্ছে এসকল নিম্ম আয়ের মানুষগুলোর। বিষয়টি নিয়ে একাধিক বার দায়িত্বরতদের অভিযোগ দিয়েও পাচ্ছেন না সুরাহা। পরিশেষে এসব সুবিধা পেতে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিটক হস্তক্ষেপ কামনা করছেন।
জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের টিসিবির কাগজের কার্ডধারী পরিবার সংখ্যা ৩৫৬৯টি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বর্তমান সরকার কাগজের কার্ড পরিবর্তন করার উদ্যোগ গ্রহন করে। এজন্য প্রতিটি ভোক্তাদের নিকট থেকে কাগজের কার্ডের ফটোকপি সংগ্রহ করে এবং সেগুলো স্মার্ট কার্ড করার জন্য টিসিবির জেলা আঞ্চলিক কার্যালয়ে পাঠায় গত ২০২৪ সালের শেষে। ওই পরিমান কাগজের কার্ডের মধ্যে স্মার্ট কার্ড হিসাবে পৌর সভায় এসেছে মাত্র ৬৫১টি । ফলে শুধু স্মার্ট কার্ডধারীরাই পাচ্ছে টিসিবি পণ্য। অবশিষ্ট ২৯১৮টি পরিবার এই দীর্ঘ সময় ধরে পাচ্ছে না স্মার্ট কার্ড । এতে করে তারা টিসিবির সাশ্রয়ী মুল্যের ওই সব নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। ফলে ৮মাস ধরে দুই হাজার নয়শত ১৮ পরিবার টিসিবির স্মার্ট কার্ড ও পণ্য না পাওয়া থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছেন।
সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল জানান, কারিগরি সমস্যার কারণে স্মার্ট কার্ড প্রস্তুত ও পৌরসভায় আসতে বিলম্ব হচ্ছে, তবে দ্রুত এর সমস্যার সমাধান হবে বলে বগুড়া কার্যালয় থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, টিসিবির জেলার দায়িত্বদের সঙ্গে কথা বলে শীগ্রই এর ব্যবস্থা করছি। যাতে আগামীতে তারা এসব পণ্যগুলো ক্রয় করতে পারে।