ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১
সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১। ছবি: এনসিএন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ রাকিবুল ইসলাম রাকিব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) সকালে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রাকিবুল ইসলাম উপজেলার সান্তাহার পৌরশহরের চা বাগান এলাকার আমিনুল হকের ছেলে।

জানা যায়, রাকিবুল ইসলাম তাছীন ফার্মেসীতে তার ঔষধের দোকানের পাশাপাশি নেশার দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট দীর্ঘদিন ধরে মাদক সেবীদের কাছে বিক্রি করছিল। এরপর তিনি অধিক লোভের আশায় নিজ বাড়িতে রেখে তার ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে মাদকদ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস এবং নিজ ঘরের আলমাড়ী থেকে আরও ৪৬০ পিস নেশার দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাকিবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এনসিএন/এসএইচকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print