বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৩০ কোটি ৫০ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ঘাটতি হয়েছে ৮৯ লক্ষ ৯০ হাজার টাকা। রাজস্ব খাতে আয় ১৪ কোটি ৮০ লক্ষ ৩০ হাজার এবং উন্নয়নখাতে ১৫ কোটি ৭০লক্ষ ৫০হাজার টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মান বিষয়ে তুলে ধরেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, শিক্ষক, কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।
এনসিএন/এসএইচকে
