ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ

সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা

যমুনা নদীর কালিতলা ঘাট। ছবিঃ এনসিএন
যমুনা নদীর কালিতলা ঘাট। ছবিঃ এনসিএন

উজান থেকে আসা ঢল ও দেশের অভ্যন্তরে বর্ষনে বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি।

ইতোমধ্যে সারিয়াকান্দির চরের নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। শনিবার সকালের মধ্য যমুনার পানি বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করবে এমনটি জানিয়েছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান।

তিনি আরো জানান, বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে সারিয়াকান্দির যমুনার চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করছে। সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। যমুনার পানি এখন ১৬ দশমিক ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকালের মধ্যে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির বেশ কয়েকটি চরের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। তবে এখনও বিপদজনক অবস্থায় নেই। পানি বিপদ সীমা অতিক্রম করলে বন্যার পানিতে অনেক চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে এমনটাই আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

বন্য পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে বলে জানান, বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। চাল, শুকনা খাবার ও নগদ টাকা মজুদ রয়েছে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print