অক্টোবর ১৭, ২০২৫ ৩:২৮ এএম

সিঙ্গাপুর-অস্ট্রেলিয়াতে ঈদ সোমবার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে শনিবার (৩০ এপ্রিল) থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে মুসলিম দেশগুলোতে। সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও এরই মধ্যে ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। দেশ দুটিতে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে একটি বিবৃতিতে দিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে রমজানের মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে) এবং শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২ মে)।

এছাড়া, এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। দেশটির মজিলস উগামা ইসলাম জানিয়েছে, তারা আগামী সোমবার ঈদ উদযাপন করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print