আগস্ট ১০, ২০২৫ ৪:১৫ পিএম

‎স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

Oplus_16777216
Oplus_16777216

শেরে বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

রোববার (১০ আগস্ট) সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। রোগী ও স্বজনরা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, ১৪তম দিনের মতো আন্দোলনকারীরা নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি। স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print