অক্টোবর ১, ২০২৫ ১২:৪২ এএম

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু।

শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার আলুপট্রি থেকে সুলতানপুর হয়ে শুটকি কালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।

দুর্গা পূজা উৎসব উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে ব্যক্তি উদ্যোগে এই রাস্তা সংস্কার করে দিলেন তিনি। জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ছিল ১৫ বছর থেকে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও মন্ডপে মন্ডপে যেতে পারবে। এবং শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবে চলাচলরত দর্শনার্থীরা।

উল্লেখ, রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে বছরের পর বছর। এতে রাস্তাটি চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print