অক্টোবর ১৫, ২০২৫ ৯:৩৩ পিএম

হজ পালন করতে সৌদিতে গেলেন সোহরাব হোসেন

হজ পালন করতে সৌদিতে গেলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু। ছবি: এনসিএন
হজ পালন করতে সৌদিতে গেলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। একই সাথে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেছেন তার সহধর্মিণী।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা পৌনে ১টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেষ হজ্ব ফ্লাইটে দেশ ত্যাগ করেন এই দম্পতি।

এর আগে, পবিত্র ওমরাহ হজ পালন করেছেন তিনি। বিশেষ ফ্লাইটে পবিত্র হজব্রত পালন শেষে শীঘ্রই দেশে ফিরে আসবেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান।

হজ পালন সম্পর্কে সোহরাব হোসেন ছান্নু জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্খীসহ উপজেলার জনসাধারণের সাথে দেখা করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। কোন কারণে কারো সাথে ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি যেন সঠিক ভাবে পবিত্র হজ পালন শেষে সুস্থ ভাবে দেশে ফিরে আসতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print