মে ১৬, ২০২৪ ৩:৪৫ পিএম

২৭ বছর পর বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

ইন্টারনেট এক্সপ্লোরার
ইন্টারনেট এক্সপ্লোরার। ছবি: দ্য ইকোনমিক টাইমস

সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের আইকনিক ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের ২৭ বছরের পথ চলা শেষ হচ্ছে। বুধবার (১৫ জুন) থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট।

মাইক্রোসফট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়ে বলছে, তাদের নতুন ব্রাউজার ‘এজ’ ইতোমধ্যে জায়গা নিয়ে নিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের।

১৯৯৫ সালে সালে যাত্রা শুরু করা ইন্টারনেট এক্সপ্লোরার এক সময় এতটাই জনপ্রিয় ছিল যে বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশ দখলে রেখেছিল। সেই সংখ্যা মাত্র ২ শতাংশ নেমে এলে ২০১৬ সালেই এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট।

এর আগে, ২০২১ সালের আগস্টে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করা হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print