অক্টোবর ১৫, ২০২৫ ১:৫৫ এএম

৩১ দফা নিয়ে শহরের অলিগলিতে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন শাহনেওয়াজ বিশাল

Oplus_16908288
Oplus_16908288

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ-এর নির্দেশে তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে শহরের অলিগলিতে প্রচার চালাচ্ছেন বগুড়া শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক শাহনেওয়াজ আহমেদ বিশাল।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের হাতে তুলে দেন এই কর্মসূচির মূল বার্তা।

লিফলেট বিতরণের সময় শাহনেওয়াজ আহমেদ বিশাল বলেন, “প্রিয় বগুড়াবাসী ও সহযোদ্ধা ছাত্রসমাজ, আজ আমরা মাঠে নেমেছি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে দিতে। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয় — এটি একটি সুশাসিত, ন্যায়ের ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন রচনার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচিতে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, বিচারব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সুস্পষ্ট দিকনির্দেশনা। আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বাস করি, তরুণ সমাজই পারে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে।”

সবশেষে তিনি আহ্বান জানান, “সবাই লিফলেটটি পড়ুন, বার্তাটি হৃদয়ে নিন এবং এই আন্দোলনে একাত্ম হোন। আসুন, ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির মুক্তির লড়াইয়ে অংশ নিই। জয়বাংলা নয়, জয় হোক জনগণের! জয় হোক গণতন্ত্রের! জয় হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের!”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print