আগামী ৫ই আগস্ট আওয়ামী ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস’ উপলক্ষে নন্দীগ্রামে বিএনপির বিজয় র্যালীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নন্দীগ্রাম বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু।
উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সেত্রেটারী আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি শ্রী-সুশান্ত কুমার শান্ত, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি, শাহ আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাসুদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদলনেতা সজল, তুষার, রাজু, আলমগীর, মানিক, সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দামগারা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন জান্নাত সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ৫ই আগস্ট বিজয় র্যালীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।